নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং বেলকুচি উপজেলা প্রশাসনর সহযাগিতায় উক্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেলকুচি উপজলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী তথ্য অফিসার হুমায়রা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল।
কর্মশালায় নির্ধারিত বিষয়ের উপর মূখ্য আলোচক হিসেব বক্তব্য রাখেন উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন।
দিনব্যাপী কর্মশালায় স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ এবং সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ, এনজিও কর্মীবৃন্দ, মসজিদের ইমাম, ধর্মীয় পুরোহিতসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সান নিউজ/ আরএস