নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী থেকে রেশমা আক্তার (ছদ্মনাম) নামে এক মাদরাসা ছাত্রী অপহরণের পর বরিশাল বিভাগের পিরোজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে বুধবার (১৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত রেশমা আক্তার গত ২২মে সকাল ১১টায় মাদরাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে অপহরণ হয়। এ বিষয়ে অপহৃত মাদরাসা ছাত্রীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৭/৩০ ধারায় নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রাজু মিয়াসহ অজ্ঞাতনামা দুই, তিন জনের নামে একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করার জন্য পিবিআই নরসিংদীকে নির্দেশনা দেয়া হয়। মামলাটির তদন্তভার হাতে পাওয়ার পর পিবিআই পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাইফুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ অভিযান শেষে গত ১৪ জুন (সোমবার) রাত প্রায় সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সদর থানাধীন দক্ষিণ শংকর পাশা নামক এলাকার রাজু মিয়ার বাড়ি হতে অপহৃত রেশমা আক্তারকে উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জবানবন্দী রেকর্ড করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সান নিউজ/ আরএস