নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে যশমত আলী (৪১) ও মানিক সরকার (৪৫) নামে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি মেলান্দহ উপজেলায়। এই দুই মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু ৩৯ জনে দাঁড়ালো। এছাড়া ৯৩ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৪ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৪০২ জনে পৌঁছলো।
জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার (১৬ জুন) এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে করোনা সংক্রমণ বাড়ায় পৌরসভার বিভিন্ন এলাকায় ৭০টি বাড়ি লকডাউন দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির বাড়ি খুঁজে খুঁজে এই লকডাউন দেন এসিল্যাণ্ড তাহমিনা আক্তার।
তাহমিনা আক্তার জানান, যে বাড়িতে করোনা রোগী শনাক্ত হচ্ছে সেই বাড়িকেই লকডাউনের আওতায় আনা হচ্ছে। এ পর্যন্ত পৌরসভার ৭০টি বাড়িকে লাল নিশান দিয়ে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। এছাড়া কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে চিহ্নিত বাড়ির লোকজনদের।
সান নিউজ/ আরএস