নিজস্ব প্রতিনিধি, মোংলা (বাগেরহাট): পরপর পাঁচটি হাঁস মারা গেছে। কারণ খুঁজতে গিয়ে হাঁসের খোপ খোলে আট ফুট লম্বা অজগরটি দেখতে পান লোকজন। পরে স্থানীয়রা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের ওয়াইল্ড টিম ও ভিটিআরটিকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করেন।
মঙ্গলবার (১৫ জুন) উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধান হালদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে কাজে নিযুক্ত ওয়াইল্ডটিম প্রতিনিধি মো. সোহেল হাওলাদার বলেন, অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনবিভাগের কাটাখালী ফাঁড়ির (ওসি) মেগনাথ বলেন, অজগরটি আমাদের কাছে হস্তান্তর করা হলে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। ছয় কেজি ওজনের সাপটি ৮ ফুট লম্বা।
সান নিউজ/আরএস