নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে কালীগঞ্জ অভিমুখে যাওয়া মাইক্রোবাসটি আটক করেন দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার। দেবহাটা উপজেলায় করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে বিয়ে করতে যাওয়ার অপরাধে আটক হয় বরসহ বরযাত্রীর গাড়িটি। পরে ভ্রাম্যমাণ আদালতে ধরা খেয়ে জরিমানা দিয়ে বউ ছাড়াই ফিরে গেলেন নাবালক বর।
সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার গাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন পরে ভ্রাম্যমাণ আদাল ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা দিয়ে ফিরিয়ে দেয় বরযাত্রীকে। পাশাপাশি কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জের ইউএনওকে বিষয়টি অবহিত করেন তিনি।
এ বিষয়ে ইউএনও তাছলিমা আক্তার বলেন, করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে সদর উপজেলার বৈচনা থেকে মহিদুল ইসলামের ছেলে অপ্রাপ্ত বয়স্ক আবু রায়হানসহ তার আত্মীয় স্বজনরা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জের চালতেবাড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে গাজীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদেরকে পুনরায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
সান নিউজ/ আরএস