নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩৯ শতাংশ। যা গতদিনের তুলনায় ৫ শতাংশ কম। এছাড়া নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৩৬টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় একজনের।
জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ২৩টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সেখানে সংক্রমণের হার ২২ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৩৩ শতাংশ কম। (সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত)।
এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
সান নিউজ/ আরএস