নিজস্ব প্রতিনিধি, উখিয়া: কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি-মাদক কারবারি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার দুপুরে উখিয়া সীমান্তের রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম জানান, বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে ৭ রাউন্ড পাল্টা গুলি করে। এ সময়, চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহিন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আনুমানিক ২,৪০,০০০ (দুই লাখ চল্লিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এর আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা।
সান নিউজ/ আরএস