সারাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠান এখন পরিত্যক্ত স্থাপনা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: দীর্ঘ প্রায় ১৬ মাস বন্ধ থাকায় রাঙামাটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন পরিত্যক্ত স্থাপনার মতো। আবার অনেক ভবনের অবস্থা জরাজীর্ণ। ঝোপঝাড়ে ছেয়ে গেছে বিদ্যালয় প্রাঙ্গণ। শ্রেণিকক্ষে ময়লা আবর্জনা। নড়বড়ে অবস্থায় দরজা-জানালা। মাঠে চড়ছে গরু-ছাগল। এভাবে জেলার প্রায় সবকটি শিক্ষপ্রতিষ্ঠানের অবকাঠামো অবস্থার বেহাল হয়ে পড়েছে। দেখাশোনার জন্য নেই কেউ। নেই কোনো রক্ষণাবেক্ষণ আর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা। পাশাপাশি পড়ালেখা হতে ঝরে যাচ্ছে বহু শিক্ষার্থী। শহর এলাকাসহ জেলার বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিন ঘুরে এমন চিত্রের দেখা মিলে।

এদিকে দীর্ঘদিন ধরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় পড়ালেখার অভ্যাস হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। পড়ালেখা হতে ঝরে গিয়ে শিক্ষার্থী অনেকে জড়িত হচ্ছে নানা পেশায়। বিষয়টির সত্যতা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষকরাও। শিক্ষার্থী কেউ কেউ চলে যাচ্ছে শিল্প-কারখানার চাকরিতে। আবার কেউ কেউ জড়িয়ে পড়ছে, মাদক সেবনসহ অপরাধমূলক কাজেও। অনেকে ঘুরে বেড়াচ্ছে অযথা। এছাড়া পড়ালেখা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেট আসক্তি বেড়েই চলেছে শিক্ষার্থীদের মধ্যে। এসবের কারণে নৈতিকতার অবক্ষয় ঘটছে শিক্ষার্থী অনেকের। কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থীর বিয়ের খবরও পাওয়া যাচ্ছে। অন্যদিকে পাঠদান ছাড়াই কর্মময় চাকরি জীবন পার করছেন শিক্ষকরা। কাটছে না শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনিশ্চয়তা। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কবে নাগাদ চালু হবে- তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক মহল। এ নিয়ে চিন্তিত শিক্ষকরাও।

খোঁজ নিয়ে জানা যায়, রাঙামাটি জেলায় বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মিলে মোট ৫২৪ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর মধ্যে হলো- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ, ১৬টি কলেজ (২টি সরকারি), ৫১টি মাধ্যমিক বিদ্যালয় (সরকারি ৬টি), কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৭টি, মাদ্রাসা ১৫টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ২২টি এবং সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১১টি। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান এখন আর আগের মতো নেই। প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গোয়াল ঘরে পরিণত বলেও খবর পাওয়া গেছে।

সরেজমি ঘুরে দেখা গেছে, সুনশান নিরবতায় জনশূন্য ঠাঁই দাঁড়িয়ে আছে জেলার কাউখালী উপজেলার প্রাণহীন ঘাগড়া কলেজ, কাউখালী কলেজ, পোয়াপড়া উচ্চবিদ্যালয়সহ ওই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

প্রিয় লাল দেওয়ান নামে স্থানীয় শিক্ষার্থীর এক অভিভাবক বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় বিদ্যালয় ভবনটির দশা এখন বেহাল। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। বিভিন্ন স্তরের শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা হলে তারাও প্রিয় লাল দেওয়ানের মতো দুশ্চিন্তার কথা জানান।

রাঙামাটি জেলার সদর উপজেলার সাপছড়ি উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক জানান, আমরা চলতি বছর শুরু থেকেই বেশ কয়েক দফায় বিদ্যালয় খোলার জন্য প্রস্তত ছিলাম। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে সরকারের বিধিনিষেধ বৃদ্ধির কারণে আজ পর্যন্ত বিদ্যালয় খোলা সম্ভব হচ্ছে না। আবার সামনে ৩০ জুন পর্যন্ত ছুটি বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে আমরা প্রস্তুত, যে কোনো সময়ে বিদ্যালয় খুলতে পারবো।

ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শহরের মুজাদ্দেদ-ই আলফেসানি উচ্চবিদ্যালয়, রাঙামাটি সরকারি কলেজ, কারিগরি শিক্ষা কেন্দ্র, রাঙামাটি মহিলা কলেজ, সরকারি উচ্চবিদ্যালয়, গার্লস হাইস্কুল, পাবলিক কলেজ, শাহ উচ্চবিদ্যালয়, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোনঘর উচ্চবিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চবিদ্যালয়সহ জেলার আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিন গিয়ে একই চালচিত্র দেখা যায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ১৩ জুন খোলার কথা বলা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারিভাবে আমরা এখনও কোনো দিকনির্দেশনা পাইনি। এ অবস্থাায় আবার লকডাউন বিধিনিষেধ বেড়ে আগামী ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। পরবর্তীতে সরকারি আদেশ পেলে বলা যাবে। তবে জেলা শিক্ষা অফিস বিদ্যালয় খোলার ব্যাপারে সর্বদা প্রস্তুত রয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা