নিজস্ব প্রতিনিধি,নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় খতনা করার সময় ৮ বছর বয়সী এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলেছে ডাক্তার। অভিযুক্ত ওই ডাক্তারের নাম মো. মোক্তার হোসাইন সরকার।
রোববার (১৩ জুন) এ ঘটনায় শিশুর বাবা মো. সোহেল আলম বাদি হয়ে ফতুল্লা থানায় ওই ডাক্তার ও তার সহযোগীকে আসামি করে মামলা করেছেন।
এদিকে আহত শিশুটির রক্তক্ষরণের মাত্রা বৃদ্ধি পেলে তার পরিবারের সদদ্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।
জানা যায়, গত ২৪ মে সকালে সুন্নতে খতনার জন্য মোক্তার হোসাইন সঙ্গে যোগাযোগ করে সোহেল আলম। এরপর ওইদিনেই দুপুর ৩টার দিকে এক সহযোগীকে নিয়ে তার বাসায় এসে ছেলের খতনা করান। এ সময় তারা শিশুটির গোপনাঙ্গের সামনের বেশি অংশ কেটে ফেলে এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তারা বিষয়টি বাসার কাউকে না বুঝতে দিয়ে তড়িঘড়ি করে বের হয়ে যায়। পরবর্তীতে রক্তক্ষরণের মাত্রা বৃদ্ধি পেলে ডাক্তারকে ফোন করে জানালে তেমন কোন সমস্যা নয় বলে জানায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগের সত্যতা পেয়ে বাদির লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকে আসমিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
সান নিউজ/জেআই/এনএম