নিজস্ব প্রতিনিধি, খুলনা : গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন করোনা আক্রান্ত হয়ে এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে আরও ১৩ জনের।
করোনায় মৃতরা হলেন, যশোরের কেশবপুর এলাকার মৃত তোরাব আলী খানের ছেলে আব্দুল মজিদ খান এবং খুলনার ফুলতলা বেজের ডাংগা এলাকার মৃত সদম আলীর ছেলে কাজী জালাল উদ্দিন।
করোনা হাসপাতালে ১৪৩ রোগী ভর্তি রয়েছে উল্লেখ করে ডা. সুহাস বলেন, ভর্তি রোগীর মধ্যে ৬৬ জন রেড ও ৩০ জন ইয়োলো জোনে, ১৩ জন আইসিইউতে এবং ৩৪ জন এইচডিইউতে রয়েছেন। এ সময়ে ৩৬ জন নতুন ভর্তি ও ২২ জন ছাড়পত্র নিয়েছেন।
এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পিসিআরে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৬ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলায় ৪৯ জন, বাগেরহাটে তিন, যশোরে দুই, নড়াইলে এক ও মাগুরায় একজন রয়েছেন।
সান নিউজ/এমএইচ