সারাদেশ

খুলনায় করোনা রোগী ভর্তি বন্ধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আর কোন করোনা রুগি ভর্তি নেয়া হচ্ছে না। বর্তমানে সেখানে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। তাতে অতিরিক্ত ভর্তি আছেন ৩০ জন রোগী। তাই কোনো রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেই নতুন রোগী ভর্তি নেয়া হচ্ছে। যাদের শরীরে উপসর্গ কম তাদের হাসপাতালে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

খুলনায় করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক-নার্সরা। ১০০ শয্যার হাসপাতালটিতে এরই মধ্যে ১৩০ জন রোগী ভর্তি আছেন। এই অবস্থায় কেউ সুস্থ হলেই কেবল নতুন রোগী ভর্তি করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. মেহেদী নেওয়াজ।

মেহেদী নেওয়াজ জানান, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। তার মানে অতিরিক্ত ভর্তি আছেন ৩০ জন রোগী। তাই কোনো রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেই নতুন রোগী ভর্তি নেয়া হচ্ছে। যাদের শরীরে উপসর্গ কম তাদের হাসপাতালে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা বৃহস্পতিবার (১০জুন) জানান, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৯০ জন। করোনায় মৃত্যু হয়েছে ৬৯৫ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৫৩২ জন।

বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ১০১ জন। মারা গেছেন ১৯২ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা