নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা ।
আন্দোলনরত এক শ্রমিক জানান, বুধবার (৯ জুন) মালিক কারখানায় আসলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন দাবির বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়েই চলে যান। তাই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।
এদিকে এরআগে গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে ১২টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিল।
সান নিউজ/ আরএস