নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তারিক হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত তারিক হোসেন সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামের জামান হোসেনের ছেলে।
তারিকের বাবা জামান হোসেন জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল তারিক। হঠাৎ করে রাতে অসুস্থ অনুভব করে। পরে তাকে এলাকার ফার্মেসি থেকে একটা গ্যাসের ইনজেকশন দেয়া হয়। তখন শরীর কিছুটা স্বাভাবিক হলেও ভোরের দিকে আবার অসুস্থ হয়ে যায়। তখন তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে মারা যায় সে।
সদর হাসপাতালের চিকিৎসক সোহানা আহমেদ জানান, তারিক হোসেনকে একটি বিষধর সাপ কামড় দিয়েছে। হাসপাতালে নিতে অনেক দেরি করে ফেলেছে তার পরিবার। সঠিক সময়ে হাসপাতালে নেয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো।
জামান হোসেন জানান, আমরা প্রথমে তাকে সাপে কামড় দেয়ার বিষয়টি বুঝতে পারেনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সাপের কামড়ের বিষয়টি জানিয়েছেন।
সান নিউজ/ আরএস