নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। ১০ জুন সকাল ৬ টা থেকে শুরু হয়ে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে।
পাইকগাছা পৌরসভা এলাকায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও একই সঙ্গে পাইকগাছার ৪ টি হাট-বাজারও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
মঙ্গলবার ( ৮ জুন) পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুধু পৌরসভা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কাঁচা বাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে। কোপিলমুনি, চাঁদখালি, বাঁকা ও কাঠিপাড়া বাজারে এ লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মাইকিং চলছে। ১০ জুন সকাল ৬ টা থেকে শুরু হয়ে লকডাউন চলবে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত।
এক সপ্তাহের লকডাউনে সকল প্রকার দোকান পাট, শপিংমল, কলকারখানা, বন্ধ থাকবে। সেই সাথে সকল প্রকার পরিবহনও বন্ধ থাকবে। হোটেল ও রেস্টেুরেন্টে বসে খেতে পারবে না। কিন্তু অনলাইনে বিক্রয় অথবা সরবরাহ করতে পারবে। তবে ওষুধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার, কৃষি, নির্মাণ সামগ্রীর দোকান সমূহ সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।
এ আদেশ অমান্য করা হলে অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সান নিউজ/আরএস