নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১,৭৮২ জনে।
জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) এবং উপজেলা হাসপাতাল সমূহ এন্টিজেন টেষ্টের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তরা হলেন- সদর উপজেলায় সদর উপজেলা-১৫ জন, বালিয়াডাঙ্গী-০৩ জন , রানীশংকৈলায় ২ এবং হরিপুর-০২ জন। জেলায় সর্বশেষ আক্রান্ত ২২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮২ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৮৫ জন। আর মারা গেছেন ৪২ জন। তবে জেলায় এখন পর্যন্ত ভারতীয় ভেরিয়েন্ট শনাক্তের কোন তথ্য পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।
সান নিউজ/ আরএস