নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের কারণে লকডাউনে বেকার ও কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার এক হাজার পরিবারকে এ সহায়তা দেয়া হয়।
মঙ্গলবার (৮ জুন) জেলার হরিপুর উপজেলার জামুন উচ্চ বিদ্যলয় মাঠে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এক মাসের খাদ্য হিসেবে চাল, ডাল, চিনি, লবণ ও তেল তুলে দেওয়া হয়।
এই কর্মসূচির আওতায় দেশের ৮০ হাজার অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। তারই অংশ হিসেবে হরিপুরে বিতরণের মাধ্যমে সহায়তা কার্যক্রম শুরু করা হলো।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি ড. ত্বোহা, আব্দুল্লাহ খালেদ আল উসায়মি, মুহম্মাদ আহম্মেদ আদ জানাতি, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বেলাল উদ্দিন ও জমিরিয়া ইহইয়াউল উলূম মাদরাসার সহকারী শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।
সান নিউজ/ আরএস