নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে রাজশাহীর পবায় বজ্রপাতে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কাটাখালী থানাধীন চৌমহিনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুক্তা (৩৫), আলেয়া (৬৫), সোহান (৮), পরশ (৮)। তারা একই গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, জীবন (৫) ও ভুট্ট (২০)। তারা রামেকে ভর্তি।
স্থানীয় এক ডিসপেনসারির দোকানি মো. বুলেট বলেন, গ্রামের অনেকে ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়েছিল। তবে একটি স্থানে বজ্রপাতে চারজন মারা গেছে। আহত দুজনকে আমার এখানে আনা হয়েছিল। আমি তাদের রামেক হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দিই। কিছু লোক তাদেরকে মোটরসাইকেলে রামেকে নিয়ে যায়।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি চারজন ঘটনাস্থলে মারা গেছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সান নিউজ/আরআই