নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসাবে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম নির্বাহী কর্মকর্তা বাঘাইছড়ি উপজেলা, মোঃ আব্দুল কাইয়ুম ভাইস চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ, মোঃ জাফর আলী খান পৌর মেয়র বাঘাইছড়ি, মোঃ দেলোয়ার হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঘাইছড়ি, মোঃ গিয়াসউদ্দিন আল মামুন সাধারণ সম্পাদক বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।
এ সময় প্রায় শতাধিক পরিবারকে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্য ছিল, দুধ, চিনি, তেল, খেজুর, সুজি, বিস্কুট, সেমাই, পোলার চাউল, গো খাদ্য ছিল ভুসি, খোইল, চালের গুড়া, কেটল ফিট, প্রতি বস্তায় ৪০-কেজি করে।
সান নিউজ/ আরএস