নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: নিজের অধিকার চাইতে গিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে পিতার হাতে মেয়ে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পিতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (০৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পাষণ্ড পিতা মাওলানা দেলোয়ার হোসেন ও তার দুই পুত্র মো. হাসিব (২৫) ও মো. হামিদ (২৩) কে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার পানপাড়া এলাকার এনায়েতপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্র জানায়, অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসেন গত ২ জুন দুপুরে তার প্রথম সংসারের মেয়ে উম্মে আসমাকে রড দিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে যায়। এ সময় আসমার সৎ ভাই হাসিব, হামিদ ও সৎ বোন তাসকেরা আক্তারও তার উপর নির্যাতন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পিতার কাছে নিজের অধিকার চাইতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন উম্মে আসমা।
এ ঘটনায় পরদিন ৩ জুন রাতে ভিকটিম আসমা বাদী হয়ে পিতা দেলোয়ার হোসেনসহ চার জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দোলেয়ার হোসেন ও তার দুই পুত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
সান নিউজ/ আরএস