নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: “অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই কর্মসূচির উদ্বোধন করেন । রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কর্মসূচির উদ্বোধন করেন ।
গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওসমান গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিস্টেস্ট্রট মোঃ মামুন খান, মোঃ ইউসুফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবা সমূহে জনগণকে উদবুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকদের জানানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে।
সান নিউজ/ আরএস