নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহীর ১ জন, নাটোর ১ জন ও চুয়াডাংগার ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে চাপাইনবাবগঞ্জের ২ জন পজিটিভ ছিলেন। অন্য চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
রামেক হাসপাতালেরর উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে ভর্তি আছেন ২৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। এরমধ্যে ৮ জন চাঁপাইনবাবগঞ্জের, ১৮ জন রাজশাহীর, নওগাঁর ৩ জন ও নাটোরের ১ জন। আইসিইউতে আছেন ১৬ জন।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে শনিবার করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার রাজশাহীতে ৫০.২৭ শতাংশ ও চাপাইনবাবগঞ্জে ৬১. ৩৬ শতাংশ।
রাজশাহীর ৩৬৬ নমুনা পরীক্ষায় ১৮৪ জন পজেটিভ, চাঁপাইনবাবগঞ্জের ১৭৬ নমুনা পরীক্ষায় ১০৮ জন পজেটিভ আসে।
সান নিউজ/এসএম