সারাদেশ

গোপালগঞ্জে ডেল্টা ভ্যারিয়েন্ট, গ্রাম লকডাউন 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে করোনায় আক্রান্ত তেলিভিটা গ্রামের ৭ জনের শরীরের ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। এই কারণে শনিবার (০৫ জুন) আক্রান্ত এলাকায় নতুন করে আরও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, তেলিভিটা গ্রামের ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্য থেকে ১১ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে ৭ জনের নমুনায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। যা শতকরা হারে ৬৩.৬৩ শতাংশ।

তিনি আরও জানান, করোনা সংক্রামণরোধে তেলিভিটা গ্রামের ৯ দিনের লকডাউন শেষে নতুন করে আরও ৭দিন লকডাউন বৃদ্ধি এবং পাশের গ্রাম কালীভিটা গ্রামে ডেল্টা ভ্যারিয়েন্টের রোগী থাকায় সেখানে নতুন করে ৭ দিনের কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এরা সার্বক্ষণিক প্রশাসনের নজরদারেতে থাকবেন এবং আক্রান্তদের দেখভালের জন্য শিপটিং ওয়েতে ওইসব এলাকায় ১০ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, গেলো ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪০ জন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, যেহেতু তেলিভিটা ও কালীভিটা গ্রামে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। তাই ওই দুই গ্রামে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে কেউ বাইরে বা ভিতরে প্রবেশ করতে না পারেন। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে তাদের যাবতীয় প্রয়োজন প্রশাসন থেকে দেখভাল করা হবে।

প্রসঙ্গত, গত ২৩ মে তেলিভিটা গ্রামের বিভাষ কির্ত্তনীয়া করোনা উপসর্গ ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে মারা যান। এতে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিলে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়। পরে মৃত ব্যক্তির পরিবার ও লাশ দাফনে সংশ্লিষ্ট ২৫২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০ জনের শরীরের করোনা পজিটিভ আসে। এই ৫০ জনের মধ্যে ৭ জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

৫ বিসিএসে নিয়োগ ১৮ হাজার ১৪৯

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ম...

কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১০

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ত...

বিশ্বে বায়ুদূষণে আজ ২য় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা