নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে শনিবার (৫ জুন) সকাল থেকে শুরু হয়ে সর্বাত্মক লকডাউন। যা চলবে ১১ জুন (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত চলবে।
পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে সাত দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, ঘোষিত লকডাউন বাস্তবায়নে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নোয়াখালী শহরে দুটি ও ইউনিয়নগুলোতে আরও তিনটি মোবাইল টিম কাজ করছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেয়া হয়েছে।
এতে ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকবে এবং শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না।
সান নিউজ/ আরএস