নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়স্ক আরও একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮ জনে।
অপরদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১,৭২৫ জনে। ইতোমধ্যে ১,৫৭৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে। আর ২দিনে জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৩৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ নিহত ব্যক্তি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালসমূহ অ্যান্টিজেন টেস্ট হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ২জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ২ জনই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনা আক্রান্তের সংখ্যা জেলায় দিনদিন বাড়ছে । তাই সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
সান নিউজ/আরএস