নিজস্ব প্রতিনিধি: ১০ লাখ টাকা যৌতুক চাওয়ায় জিল্লুর রহমান সুমন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী আফরোজা আক্তার।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতেএ মামলা করেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, চিকিৎসক জিল্লুর রহমান সুমন দীর্ঘদিন ধরে আফরোজা আক্তার নামে এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করে আসছেন। এমনকি তাকে বিয়ের দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। কিন্তু বিয়ে করতে টালবাহানা করায় গত ২৪ মে ওই চিকিৎসককে মেয়ের বাড়িতে আটক রাখে স্থানীয়রা।
পরে উভয়পক্ষের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই ডা. সুমনের পরিবারের লোকজন ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আফরোজাকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে আফরোজা তার বাপের বাড়িতে চলে যান।
আফরোজা কোনো কুল কিনারা না পেয়ে অবশেষে ডা. সুমনসহ গোয়ালপাড়া মহল্লার ফজলুর রহমানের ছেলে সুজন (৩২), ফজলুর রহমান ও তার স্ত্রী তৈয়বা বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামি ডা. জিল্লুর রহমান সুমন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
আফরোজা আক্তার পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
সান নিউজ/আরআই