নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের নিয়ে অনলাইন জুম প্ল্যাটফর্মে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ. এইচ. এম. রাসেদ এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দিপকরায়, পরিবেশ অধিদপ্তরের সহাকারী পরিচালক মিতা রানী দাস, কাজী সাইফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভূইয়া, মেডিকেল অফিসার ডাঃ তানসিব জুবায়ের, এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জিব দাস, সান নিউজ প্রতিনিধি বিভাষ দত্ত প্রমুখ।
সান নিউজ/আরএস