নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২০২১ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু,সাবেক সাধারণ সম্পদাক বদরুল ইসলাম বিপ্লব, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, শাহিন ফেরদৌস, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সাধারণ সম্পদাক শাকিল আহমেদ, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকারসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন তথ্য মতে, এবারে জেলায় ৫ উপজেলা ও ৩ পৌরসভায় ২ লাখ ১৪ হাজার ৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৩ হাজার ১৯৪ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ বছরের ১ লক্ষ ৯০ হাজার ৮৩৬ জন শিশুকে দেয়া হবে এই ভিটামিনটি। আগামী ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে।
সান নিউজ/আরএস