নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান দুই দিনের সফরে মৌলভীবাজার এসেছেন।
বুধবার (০২ জুন) সকালে মৌলভীবাজার সার্কিট হাউজ পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
সে সময় সেখানে মৌলভীবাজার জেলার সকল প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, তিনি দুই দিনের সফরে মৌলভীবাজার জেলার সুশীল সমাজ ও সুধিজন ও প্রশাসনের কর্মকর্তা সাথে মত বিনিময় করবেন এবং শ্রীমঙ্গল উপজেলা বিভিন্ন কর্মসূচিসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। পরে বৃহস্পতিবার রাতে সিলেটের উদ্দেশ্যে তিনি ফিরে যাবেন।
সান নিউজ/ আরএস