নিজস্ব প্রতিনিধি, নড়াইল : “ মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে “জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ডের নৈতিকতার অবক্ষয় রোধকল্পে যুবকদের ভূমিকা” শীর্ষক জনসচেতনা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ জুন) দুপুরে নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ আরএস