নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে এক করোনা রোগী পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া রোগীর নাম আঙ্গুরা বেগম (৫৫) উপজেলার বড়াল আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা হাসান আলীর স্ত্রী।
মঙ্গলবার ( ১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন ।
ডা. শহীদুল ইসলাম রবিন জানান, করোনার সব ধরনের উপসর্গ নিয়ে আঙ্গুরা বেগম সোমবার (৩১ মে) সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। এ সময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ এলে আঙ্গুরা বেগমকে চিকিৎসাসেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে সোমবার (৩১ মে) সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান তিনি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।
সান নিউজ/ আরএস