চট্টগ্রাম ব্যূরো : মালয়েশিয়ার নামে ভাসানচর থেকে সাগরপথে এসে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাছে চরশরৎ এলাকায় নামে ১০ রোহিঙ্গা তরুণী। তখন ৩০ মে রোববার দিনগত মধ্যরাত। আর সকাল হতেই তাদের আটক করে জোরারগঞ্জ থানার পুলিশ।
আটককৃত রোহিঙ্গারা হলেন-নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)।
তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে পুলিশ তিন দালালকেও আটক করেছে। দালালরা হলেন-নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম (২১)।
দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে ও রোহিঙ্গা তরুণীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী।
তিনি জানান, আটক তিন দালাল নোয়াখালীর ভাসানচর থেকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে ২০ হাজার করে টাকা নেন। পরে ভাসানচর থেকে তাঁদের নৌকায় তুলে সমুদ্রের এদিক-সেদিক ঘুরিয়ে ৩০মে রবিবার মধ্যরাতে মালয়েশিয়া পৌছেছে বলে মিরসরাইয়ের চরশরৎ এলাকার সমুদ্র উপকূলে নামিয়ে দেন।
তখন সেখানে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাতে আটক হন তাঁরা। এরপর তাঁদের থানায় নেওয়া হয়।
সান নিউজ/ আইকে