নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে হাটের খাজনা আদায়ে বাধা। এ ব্যাপারে রোববার (৩০ মে) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে বোয়ালমারী উপজেলার জালিয়াডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে মো. আকরাম হোসেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মো. আকরাম হোসেন ১৮ মে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় হাটের দরপত্র দাখিল করে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান। ২১ মে তার লোকেরা ওই হাটে খাজনা আদায় করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, মো. মাহিদুল হক, মশিউল আলম বাবু, রন্টু মোল্লা, সোবহান মোল্লাসহ ২০/২৫ জন খাজনা আদায়ে বাধা দেন। ২৮ মে পুনরায় খাজনা আদায় করতে গেলে তাদের গোডাউনে আটকে রেখে ভয় দেখান চেয়ারম্যানের ১০/১২ জন লোক। সুষ্ঠু সমাধান চেয়ে মো. আকবর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৩০ মে এ ব্যাপারে আবেদন করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা বলেন, তিনি এসবের কিছুই জানেন না। এ ঘটনার সাথে কোন যোগ নেই বলেও তিনি জানান। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, আমরা উভয় পক্ষকে ডেকেছি এবং দ্রুত সমাধান করার চেষ্টা করছি।
সান নিউজ/আরএস