সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় সিহাব উদ্দিন বাবু (৩০) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার বিলুপ্ত কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। প্রস্তাবিত নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী।

উপজেলার শাবরুল বাজারে রোববার (৩০) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা বলেন, দলের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

স্থানীয়রা জানান, শাবরুল বাজারে সিহাবের একটি মাছের আড়ত ও কয়েকটি দোকান আছে। তিনি সেগুলো ভাড়া দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যার দিকে শাবরুল বাজারে আড্ডা দেন। রোববারও বাজারে চায়ের দোকানে গল্প করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, আমি হত্যাকাণ্ডের খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সিহাব উদ্দিন বাবু তার কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে নতুন কমিটি হলেও শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়হাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা