নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিকাশ প্রতারক চক্রকে আইনে আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার (৩০ মে) দুপুরে শহরের চৌমোহনা চত্বরে এ মানববন্ধন হয়।
জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্য বুলবুল, ফজলু ও মাছুমকে নগদ টাকা ও মুঠোফোনসহ আটক করা হয়েছে । এ জন্য মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান (সদর সার্কেল), রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মত্তুর্জা, পুলিশ পরির্দক ( অপরারেশন) মোঃ মশিউর রহমানসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং বিকাশ প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে ২ঘন্টা ব্যাপি এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।
সান নিউজ/ আরএস