নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দফায় দফায় হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (৩০ মে) সকালে উপজেলার রাণীনগর গ্রামে ফের হামলার ঘটনা ঘটে।
এদিকে দফায় দফায় বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের শফিউদ্দিন জোয়ার্দ্দার ও ইয়ারুস শেখের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে ইয়ারুস শেখের কিছু লোক শফিউদ্দিনের দলে যোগদান করে। দল ভারি হওয়ায় ওইদিন রাতেই শফিউদ্দিনের সমর্থকরা ইয়ারুসের সমর্থকদের বাড়িসহ আশপাশের ১৫টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে রোববার সকালে গ্রামের ফারুক হোসেন, আব্দুল গণি, মোবারক বিশ্বাস, সাবু বিশ্বাসের চারটি বাড়িসহ বেশকিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/আরএস