সারাদেশ

নাটোরে আরও ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর জেলায় গত ২৪ঘণ্টায় মোট ৮১টি করোনা নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার অফিস সহকারী অপূর্ব কুমার পাইন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৪জন।

এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবহন সীমিত করেছে নাটোর জেলা পুলিশ। শহরে যানবাহন সীমিত করে সাধারণ মানুষদের মাস্ক পরিধানের জন্য মাইকিং করা হচ্ছে।

এর একদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আবুল কাসেম বুড়িরভাগ বটতলা গ্রামের মৃত রওশন আলীর ছেলে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে কাশিমপুর মহশশ্মানে স্বাস্থ্যবিধি মেনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশি । নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে নাটোর সদরে ১৬ জন, বড়াইগ্রামে ৫জন এবং লারপুরে ২জন করোনা পজিটিভ হয়েছেন। আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১,৭৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১,৪৭৩ জন।

এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ কালেক্টরেট অফিসের সংস্থাপন শাখার অফিস সহকারী অপূর্ব কুমার পাইনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া শোক জ্ঞাপন করেছেন নাটোর কালেক্টরেট অফিসের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের সকল কর্মকতা ও কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা