নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: অর্থনৈতিক খাতে মারাত্মক ব্যাঘাত করেছে করোনা। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্প বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রকল্পগুলোও ক্ষতির সম্মুখিন হয়েছে। তাই তাদের ক্ষতি পুষিয়ে তোলার লক্ষে সরকারি সহায়তায় প্রনোদনার অংশ হিসেবে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
এবার প্রান্তিক পর্যায়ের নারী উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ১০১জন নারী উদ্যোক্তাকে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই লক্ষে আজ সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা করেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক সেলিনা আক্তার, জাতীয় মহিলা সংস্থা নরসিংদী জেলার সভানেত্রী তাহমিনা আক্তার লাইলীসহ আরও অনেকে। আলোচনা শেষে জেলার ১০১জন ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ৭ হাজার টাকার করে চেক প্রদান করেন প্রধান অতিথি।
সান নিউজ/আরএস