নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানে কৃষির উন্নয়নে পাহাড়ের কৃষকদের সুবিধার্থে বিভিন্ন সমবায় সমিতির মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
শনিবার( ২৯ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা, রোয়াংছড়ি ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা।
প্রকৌশল বিভাগ জানায়, পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলায় দশটি সমিতিসহ মোট চৌদ্দটি উপকারভোগীর মাঝে ১৫টি পাওয়ার টিলার এবং ৫ টি ধান মাড়াই মেশিন দেয়া হয়েছে।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ স্বনির্ভর দেশে পরিণত হয়েছে। পাহাড়ের মানুষ শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। পাহাড়ে জুম চাষে শ্রম ও খরচের বিপরীতে উৎপাদন হয় কম। তাই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে কৃষিতে আধুনিকতা আনতে হবে।
সান নিউজ/আরএস