নিজস্ব প্রতিনিধি, নাটোর: হঠাৎ করে উত্তরের জেলা নাটোরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৯ মে) দুপুরে শহরের নিচাবাজার এলাকায় জেলা প্রশাসক মো: শাহরিয়াজ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন তারা। এছাড়া নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন এবং সহকারী কমিশনার শরীফ শাওন অভিযান চালিয়ে মাস্ক না থাকায় ১৪টি মামলায় ৯হাজার ৭’শ টাকা জরিমানা করেন। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২১জনের। এছাড়া আক্রান্ত হয়েছে ১হাজার ৭১৩জন।
সান নিউজ/আরএস