নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরে শিশু পাচারকারী এক হিজড়াকে পাচার করা ৬ মাসের শিশুসহ গ্রেফতার করেছেন পালং মডেল থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটি পরিবারের হেফাজতে রয়েছেন।
পালং মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর পৌর এলাকার স্বর্ণঘোষ এলাকার হিজড়া তানিয়া সিকদার (২২) ধানুকা এলাকায় দীর্ঘদিন যাবত বিল্লাল বেপারীর বাসার পাশে ভাড়া বাসায় থাকেন। ফলে বিল্লাল বেপারীর পরিবারের লোকজনের সাথে সখ্যতা গড়ে উঠে। একে অপরের বাসায় যাতায়াত করতো। বিল্লাল বেপারীর স্ত্রী শিশু সন্তানটিকে মাঝে মধ্যে হিজড়া তানিয়ার কোলে দিতেন। গত শুক্রবার রাতে হিজড়া তানিয়ার কোলে ৬ মাসের শিশু সন্তান মাহমুদ হাসানকে দিয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
এই সুযোগে বিকেল অনুমান ৫টায় শিশু পাচারকারী হিজড়া তানিয়া শিশু মামহমুদ হাসানকে চুরি করে পালিয়ে যায়। এ ঘটনার পরে তানিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে এলাকায় হুলুস্থুল পড়ে যায়। আশে পাশের লোকজন এসে পাচারকারী তানিয়াসহ শিশুটিকে খুঁজতে থাকে। তাৎক্ষণিক ভাবে শিশুর পরিবার পালং মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ঘণ্টা পরে রাত অনুমান ১১টায় নড়িয়া উপজেলার শিরঙ্গল এলাকায় শিশুসহ পাচারকারী তানিয়াকে গ্রেফতার করে।
পাচারকারী তানিয়ার বাড়ি পার্শ্ববর্তী স্বর্ণঘোষ গ্রামে। তানিয়া শিশুটিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শিশুর বাবা বিল্লাল বেপারী বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে পরিবারের হেফাজতে রাখা হয়েছে।
শিশুর বাবা বিল্লাল বেপারী বলেন, আমার সরলতার সুয়োগ নিয়ে পাচারকারী তানিয়া পাচার করার উদ্দেশ্যে আমার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পুলিশ আমার শিশুটিকে উদ্ধার করেছেন। আমি মামলা করেছি। এ ঘটনার উপযুক্ত শাস্তি চাই।
পালং মডেল থানার ওসি মোঃ আক্তার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শিশুটিকে পরিবারের হেফাজতে রাখা হয়েছে। আসামিকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে কোর্টে সোপর্দ করা হবে।
সান নিউজ/ আরএস