নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলে ৩৪ জনের মধ্যে ১৩ জনের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে আইডিসিআর এ নমুনাগুলো পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে শহরের সিন্দুর খান সড়কসহ আশপাশের এলাকার ৩৪ জন ঈদ পালনে চাঁপাইনবাবগঞ্জ যান। তারা ঈদ শেষে ২৬ মে শ্রীমঙ্গলে ফিরে আসলে স্বাস্থ্য বিভাগ তাদের প্রত্যেকের শরীরের নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠালে ২৮ মে রাতে আসা রিপোর্টে ১৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
এদের মধ্যে ১২ জন শ্রীমঙ্গল শহরের সিন্দুর খান সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তারা সবাই ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী।
২৮ মে শুক্রবার রাতে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা শনাক্ত রোগীদের বাসা লকডাউন করেন এবং সচেতন থাকতে এলাকাবাসীকে বলা হয়েছে। এ সময় ওয়ার্ড মেম্বার আরজু মিয়া, বাসার মালিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যে ১৩ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের নমুনা আইডিসিআর এ পাঠানো হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কিনা জানার জন্য। সর্বশেষ নমুনা পরীক্ষায় জেলায় ২০ ভাগ করোনা পজেটিভ রোগী মিলেছে।
সান নিউজ/ আরএস