নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা কারাগারের এক কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে জেল কর্তৃপক্ষের দাবি এটি আত্মহত্যা।
শুক্রবার (২৮মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলা কারাগারের কয়েদি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সূত্রমতে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে মিলন বিকাশ ত্রিপুরা নামের এই কয়েদি।
সূত্রে মতে, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমে থাকা অবস্থায় রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। কারাগারের লোকজন জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে মিলনসহ আরো ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে বলে জানিয়েছে। ভোর রাতের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিল। তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতি.দ) নিবার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। সে গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত হচ্ছে। রির্পোট পাওয়ার পর কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।
মিলন বিকাশ ত্রিপুরা খাগড়াছড়ি জেলার গুইমারায় ভাড়া বাসায় পাশের ঘরের ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার দায়ে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন।
সান নিউজ/আরআই