নিজস্ব প্রতিনিধি, পাবনা: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার ফরিদপুরে দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে।
বুধবার (২৬ মে) থেকে বৃহস্পতিবার (২৭ মে) উপজেলা পরিষদের মিলনায়তনে নারী পুরুষ সমন্বিত এই প্রশিক্ষণে উন্নত বীজের জাতসহ আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া হয়।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড এস এম হাসানুজ্জামান, খামারবাড়ি পাবনার উপ-পরিচালক আবদুল কাদের, ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম প্রমুখ। দুই ব্যাচে মোট ৬০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সান নিউজ/আরএস