নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: বুদ্ধ পূর্ণিমার ছুটির কারণে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য একদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এর আগে গত বুধবার সারাদিন আমদানি-রফতানি বন্ধ ছিল।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, বুদ্ধ পূর্নিমার ছুটি শেষে পুনরায় আজ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের পণ্য খালাস করে নিতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, প্রতিদিন আমদানি পণ্য থেকে সরকারের প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা রাজস্ব আসে।
সান নিউজ/বিএস