নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর র্যাব-৮ অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযান চালিয়ে ৩ বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ মে) ভোর রাতে ভাঙ্গার মিয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, প্রতারক চক্রের সক্রিয় সদস্যরা হলেন- মো. বাদল হাওলাদার, মো. জাকির হোসেন ও মো. জামাল হাওলাদার। এদের প্রত্যেকের বাড়ি ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে। এ সময় গ্রেফতারকৃত প্রতারকদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা, বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৫টি মোবাইল ফোন, ৮৮টি সিমকার্ড, একটি ডিভাইস ও বিকাশ প্রতারণার ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা বিকাশ প্রতারণার মাধ্যমে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তারা বিকাশ কর্তৃক নিয়োগকৃত দুর্নীতি পরায়ন এজেন্টের সাথে যোগসাজশে ভূয়া সীমকার্ড ব্যবহার করে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নিয়ে অ্যাপস ব্যবহার করে জনগণের টাকা হাতিয়ে নিতেন।
ফরিদপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটকৃতদের ভাঙ্গা থানায় প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/আরএস/বিএস