নিজস্ব প্রতিনিধি, শরণখোলা : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিবন্দি হয়ে পড়েছেন ভোলানদীর তীরবর্তী শরণখোলা উপজেলার পাঁচ গ্রামের তিন হাজার পরিবার। রাতের বৃষ্টি ও সকালের জোয়ারে বেড়িবাঁধের বাইরে থাকা এসব গ্রাম প্লাবিত হয়েছে।
পানিতে তলিয়ে গেছে বসত ঘর, রান্নাঘরসহ সব জায়গা। বিপাকে পড়া এসব মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শরণখোলা গ্রামের মফিজ মিয়া বলেন, রাতের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভোলানদীর পানি বেড়ে যায়। সকালের জোয়ারে বাড়িঘর সব তলিয়ে যায়। শুধু পানি নয় ঢেউয়ে ঘরের পোতাও নষ্ট হয়ে গেছে। এভাবে গ্রামের অসংখ্য মানুষ তাদের কষ্টের বর্ণনা দিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মুন্সি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের ফলে নদীর পানি বৃদ্ধি পেয়ে আশপাশের পাঁচটি গ্রামের অন্তত ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদীর পাশে বাড়ি থাকায় আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিতে শরণখোলা উপজেলার কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আমরা তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করবেন।
সান নিউজ/বিএস