নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে পঞ্চসার ইউনিয়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ কারেন্ট জাল উৎপাদন। জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, পুলিশ ও নৌ-পুলিশ প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে৷ প্রচুর পরিমাণে অবৈধ কারেন্ট জাল আটকও করছেন। তারপরও বন্ধ হচ্ছে না কারেন্ট জাল উৎপাদন।
সরেজমিনে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি, মুক্তারপুর, ভট্টাচার্যের বাগ, নয়াগাঁও, পশ্চিম পাড়া, কাশিপুর, গোসাইবাগ, বিনোদপুর ও আঁধারিয়াতলাসহ কারেন্ট জাল তৈরি অধ্যুষিত এলাকায় অবাধে চলছে অবৈধ কারেন্ট জাল তৈরি।
এদিকে গোপন সূত্রে জানা যায়, কারেন্ট জাল ব্যবসায়ী কৌশল পরির্বতন করে নিজেদের বাড়িতে মেশিন স্থাপন করে কারেন্ট জাল উৎপাদন করে যাচ্ছে। এভাবে অনেকে নির্বিঘ্নে কারেন্ট জাল উৎপাদন করেই যাচ্ছেন। কারেন্ট জাল তৈরিতে সরকারিভাবে কোন অনুমতি না থাকায় গোপনে জাল তৈরি করে যাচ্ছে ব্যবসায়ীরা।
অন্যদিকে জেলার সচেতন মহল বলছেন, অবৈধ কারেন্ট জাল উৎপাদনরত ফ্যাক্টরিতে কিভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ সরবরাহ না করলে কারেন্ট জাল উৎপাদন করতে পারতো না ফ্যাক্টরির মালিকরা। কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এ কাজে যারা জড়িত তারা আইনের প্রতি বৃদ্ধাআঙ্গুলি প্রদর্শন করছেন। এ এলাকায় নতুন নতুন কারখানা স্থাপন করে দেদারছে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি করছেন।
অপরদিকে এ অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী মালিকদের পিছনে যারা মদদ যোগাচ্ছে তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের নিকট সচেতন মহল জোরদাবি জানান।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলিম জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি ৷ অবৈধ কারেন্ট জাল উৎপাদন একার পক্ষে বন্ধ করা সম্ভব না। জাল উৎপাদন বন্ধ করতে হলে সংশ্লিষ্ট, যেমন- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা দরকার। প্রশাসনের সকলকে একসাথে কাজ করতে হবে৷
সান নিউজ/আরএস