নিজস্ব প্রতিনিধি, সাভার: ঢাকার সাভার থেকে ১ কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং মাদক বিক্রির ৩৩ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ মে) র্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ইসমাইল হোসেন বাবুল (৫১), ও মো. কাওছার আহমেদ জয় (১৯)।
এ ঘটনায় র্যাব ৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের পিসি শাহ আলম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। সঠিক তথ্য পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
সান নিউজ/আরএস