নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান মুখামুখি সংঘর্ষে জিসান মিয়া (২৫) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
সোমবার (২৪ মে) উপজেলার বেড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মিয়া মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার মুক্তারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে বেড়তলা নামক স্থানে সিলেটগামী ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যানের সাথে ফোর লেইন কাজে নিয়োজিত ইন্ডিয়ান এফকন কোম্পানির ট্রাকের মুখামুখি সংঘর্ষ হয়। ওই সময় ক্রাউন সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানের হেলপার নিহত হন।
নিহত হেলপার ট্রাকের ভেতরে আটকে গেলে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে।
সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান এফকন কোম্পানির ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাভার্ডভ্যা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
সান নিউজ/আরআই