নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে একটি কার্গো ট্রাক তল্লাশি করে ২৯ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (২৩ মে) র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রাজু (৩২), ইমরান হোসেন (২৮) ও নাঈম শেখ (২২)।
মামলা সূত্রে জানা যায়, তারা কুমিল্লা থেকে কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে আসছিলেন। খবর পেয়ে র্যাব-৩ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটের সামনে চেকপোস্ট বাসিয়ে কার্গোটি তল্লাশি করে। এসময় চালকের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৯ হাজার ইয়াবা জব্দ করা হয়।
সান নিউজ/আরএস